নিজস্ব প্রতিবেদক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি-জামায়াত যা বলে, আজ যুক্তরাষ্ট্রের জন কেরিরাও তাই বলে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকেলে যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশে ঘটা হত্যাকাণ্ডের কোনটির বিচার হয়নি, আজ জন কেরি এ কথা বলছেন। আর বিএনপি-জামায়াতও একই কথা বলছে।’
শেখ সেলিম অভিযোগ করে বলেন, ‘জন কেরি (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী) আমাদের নেত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বলেছেন জুলহাজ মান্নানের হত্যার যেন বিচার করা হয়। কিন্তু এই আমেরিকা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার ২৪ ঘণ্টা যেতে না যেতেই খুনিদের স্বীকৃতি দিয়ে রাজনীতি করার ইন্ধন দিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় এরা আমাদের সঙ্গে ছিল না। কারণ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে।’
তিনি বলেন, দেশে এ পর্যন্ত যে সব হত্যাকাণ্ড ঘটেছে, সে নিজ দলের লোক হলেও শেখ হাসিনার নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলহাজ হত্যাকারীরা যে দলের হোক না কেন, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
বিএনপি-জামায়াতের রাজনীতির প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, এদের রাজনীতি হচ্ছে দেশ যাতে এগিয়ে যেতে না পারে, গণতন্ত্র যাতে বিকশিত না হয়। এ শক্তি বঙ্গবন্ধুকেও বিপর্যস্ত করেছিল।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের তিন যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সাতদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।