রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতোয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়ান্দা পুলিশ (ডিবি)। অভিযানে সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণসহ ৭ জনকে আটক করেছে ডিবি।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
হারুন অর রশীদ বলেন, অভিযানে শতাধিক ককটেল, পেট্রোলবোমা, দেশীয় অস্ত্রসহ ৭জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিটের একটি দল কাজ করছে।
তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকে টার্গেট করে একটি গ্রুপ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণসহ পুরো শহরে অরাজকতা তৈরি করছে। সরকার উৎখাত করতেই কোটা আন্দোলনে তারা ঢুকে পড়েছে।