1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯০

দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৩ জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাংক কালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার উদ্দেশ্যে ঢাকা থেকে আহসান পরিবহন নামে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ব্যাংক কালি নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com