1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বাস ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ডিএমপির ১০ নির্দেশনা

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৫৭
Resize 350x230x0x0 Image 247643 1699805257

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে অগ্নি-সন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

ডিএমপির নির্দেশনাগুলো হলো-

১. স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২. স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না।

৩. বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে।

৪. রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. চালক ও সহকারী একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না।

৬. ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

৭. সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না।

৮. রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে।

৯. বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সহকারীদের অবশ্যই নিরাপত্তাসংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে।

১০. এ ছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x