1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ গাজীপুরে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে দুদককে চিঠি ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ পদদলিত হয়ে সমর্থকদের মৃত্যুর জন্য কোহলিকে দুষছেন কর্নাটক সরকার

বাবা হ‌তে যাওয়ার খবর জানা‌লেন আরবাজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০০
504118198 1137885691718681 3805112978607583863 n 2506120546

২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৪২ বছর বয়সি হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

আরবাজ খান ও শুরা খানের বয়সের ব্যবধান ১৫ বছর। তা ছাড়া তাদের শারীরিক উচ্চতার ব্যবধানও বেশ। বিয়ের পরই বয়স ও উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হন এই দম্পতি। কিন্তু এসব বিষয়কে পাত্তা না দিয়ে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন তারা।

গত বছর গুঞ্জন চাউর হয়, বাবা-মা হতে যাচ্ছেন আরবাজ-শুরা। পুরনো সেই গুঞ্জন চল‌তি বছ‌রে ক‌য়েকবার জোরালোভা‌বে চাউর হয়। ত‌বে নীরব ছি‌লেন এই দম্প‌তি। অব‌শে‌ষে আরবাজ জানা‌লেন, ৫৭ বছর বয়সে বাবা হতে যা‌চ্ছেন তি‌নি।

টাইমস অব ইন্ডিয়াকে আরবাজ খান ব‌লেন, ‘‘হ্যাঁ, আমি বাবা হ‌তে যাচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনে এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’’

কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তা‌নের বাবা হতে যাওয়ার তথ‌্য উল্লেখ ক‌রে আরবাজ খান ব‌লেন, ‘‘আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখব।  ভালোবাসা, আদর সবটুকু দিতে চাই। সন্তানকে ভালোভাবে মানুষ করতে যা প্রয়োজন সবটুকু দেয়ার চেষ্টা করব।’’

‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এ জুটি।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। আরবাজের মতো শুরারও এটি দ্বিতীয় বিয়ে। ত‌বে প্রথমবার মা হ‌তে যা‌চ্ছেন শুরা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com