1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ গাজীপুরে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে দুদককে চিঠি ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ পদদলিত হয়ে সমর্থকদের মৃত্যুর জন্য কোহলিকে দুষছেন কর্নাটক সরকার

বাণিজ্যিক সিনেমাকে বিদায় বললেন কোয়েল!

  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১১
1748730859 8d17fe8596e3c9857608d61eaf5a60ae

টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক এবার বাণিজ্যিক সিনেমা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে মনোযোগ দিচ্ছেন ভিন্নধর্মী চরিত্র ও কনটেন্ট-ভিত্তিক সিনেমার দিকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত নতুন ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’। ছবিটি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানালেন তাঁর অনুভূতির কথা।

সত্যজিৎ রায়ের কালজয়ী ‘সোনার কেল্লা’র শুটিং লোকেশনেই যখন ছবির দৃশ্য ধারণ হচ্ছিল, তখন তিনি যেন নিজের শৈশবে ফিরে গিয়েছিলেন।

কোয়েল বলেন, “ছোটবেলায় ‘ছুটি ছুটি’ অনুষ্ঠানে ‘সোনার কেল্লা’ দেখা খুবই প্রিয় স্মৃতি। সেই জায়গাতেই যখন আমি শুট করছি, সেটা দারুণ এক অভিজ্ঞতা”।

সাক্ষাৎকারে বাণিজ্যিক ছবিতে আর আগ্রহ না থাকার কথাও স্পষ্ট করেন তিনি। তাঁর ভাষায়, “ওই ছবিগুলোর জন্যই আজকের আমি। দ্যাট মেইড মি। কিন্তু এখন সময় বদলেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি।

ওই ধরনের ছবির কোটা আমার শেষ বলা যায়। ”

এছাড়া কোয়েল বলেন, নতুন প্রজন্ম কীভাবে এগিয়ে আসছে তা দেখতে চান তিনি। যদিও এখন আগের মতো বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমে গেছে। তবুও তিনি মনে করেন, বাণিজ্যিক ও কনটেন্ট-ভিত্তিক সব ধরনের সিনেমার মধ্যে ভারসাম্য থাকা উচিত।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করার প্রসঙ্গে কোয়েল বলেন, “আমার তো মনে হয় সবে কাজ শুরু করলাম।

কীভাবে এতগুলো বছর কেটে গেল, বুঝতেই পারিনি!”

নিসপাল সিং প্রযোজিত এবং সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবিতে কোয়েলের পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস ও জ্যামি বন্দ্যোপাধ্যায়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com