1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর নামে প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫০
1744817386 2bdf1ee5e3d34ae97ed02b541dcacd0c

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে থাকা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলো পরিবর্তন করে ‘বাংলাদেশ’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।

এর আগে, গত ১৩ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’- এর খসড়া উপদেষ্টা পরিষদ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং সেই অনুসারে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।

নতুন নামের প্রজ্ঞাপনটি দেশের মেডিকেল শিক্ষার ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি নাম পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি আরও সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com