পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আশা প্রকাশ করে তিনি বলেন, এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ রোববার (২৫ আগস্ট) বঙ্গভবন থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এসব জানান। এদিন রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে, রাওয়ালপিন্ডি টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র ১টি ম্যাচ ড্র করতে পেরেছিল টাইগাররা। সেটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে খুলনায়। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।