1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই: ধর্মীয় নেতাদেরকে প্রধান উপদেষ্টা চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, নারীসহ গ্রেফতার ৫০০ জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল, নিউজিল্যান্ডে হবে হাইকমিশন ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ১২ জন ক্রু’কে উদ্ধার করলো পাকিস্তানের নৌ বাহিনী আরও এক মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান ওমরকে দেশের সার্বভৌমত্ব ইস্যুতে কাদের ‘নীরব’ বলে ইঙ্গিত করলেন আসিফ নজরুল? রাষ্ট্রপতির সাথে হাইকোর্টের নতুন বিচারপতিদের সাক্ষাৎ ইসির নতুন সচিব আখতার আহমেদ দলের স্বার্থে ওপেনিং পজিশন ছাড়লেন রোহিত শেখ হাসিনাকে ফেরত আনতে আদালত এখনো চিঠি দেয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বলিউডের মিথ ভাঙতে চান ‘বেমানান’ মল্লিকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪
Mollicka 2411261132

বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন।

বেশ আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মল্লিকা; তারপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। তবে গত কয়েক বছর ধরে দিল্লি-নিউ ইর্য়ক নিয়মিত যাতায়াত করছেন। চলতি বছর ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’ সিনেমা দিয়ে বলিউডে ফিরেছেন ৪৮ বছর বয়সি এই অভিনেত্রী। এবার মল্লিকা জানালেন—বলিউডের মিথ ভাঙতে চান তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, “একজন অভিনেত্রী তার যৌবনের শুরুতে ক্যারিয়ারের শীর্ষে যেতে পারেন। কিন্তু দ্বিতীয়বার এ সুযোগ পান না। এরপর অন্ধকারে হারিয়ে যান’— বলিউডের আষ্টেপৃষ্টে এই মিথ মিশে আছে। আমি বলিউডে দুই দশকের বেশি সময় পার করেছি, আমি এখনো পরিচালক-চিত্রনাট্যকারদের কাছে প্রাসঙ্গিক। যারা বলেন, ‘মল্লিকা বেমানান’। আসলে তাদের চিন্তাই বেমানান। আমি ছিলাম, আছি এবং থাকব।”

২০ বছর পর এ সময়ের ‘তথাকথিত তারকাদের’ মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মল্লিকা শেরাওয়াত বলেন, “আমি নিজের শর্তে বাঁচি। আমি মানুষের ফালতু কথাকে পাত্তা দিই না। কে কি বলছে, তাতে কিছু যায় আসে না। আমি সময়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। নতুন মুখ যারা তথাকথিত স্টারডমের দাবি করছে, আমি ২০ বছর পর তাদের মুখোমুখি হবো, কোনোরকম সার্জারি, মেকআপ ছাড়াই এই শরীর নিয়েই।”

মল্লিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’। এতে তৃপ্তি দিমরির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। রাজ শান্ডিলিয়া পরিচালিত এ সিনেমা গত ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধও হননি ‘মার্ডার’ তারকা মল্লিকা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x