পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বরাবরের মতো ফিলিস্তিনকে সমর্থন করবে বাংলাদেশ। গতকাল ইসরায়েলের হামলায় ৩ জন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে। এ ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে এবং তারা ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করবে।
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম স্মরণে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত শোকসভায় এমন মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে, তারা নিরীহ নারী ও শিশুদের হত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েলের এই হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। যেটি কল্পনার বাহিরে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।
‘যারা রাজনীতির নামে আগুনসন্ত্রাস করে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা রাজনীতিবিদ নয়, তারা দুর্বৃত্ত’— এমন মন্তব্যও করেছেন ড. হাছান মাহমুদ।