1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৬
Feni Flood 2 1 1024x576

চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে, রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়।সেখানে মৃতের সংখ্যা ১০ জন। দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালী ও চট্রগ্রামে মারা যান ৫ জন করে। এছাড়া, কক্সবাজার জেলায় ৩ জন মৃত্যুবরণ করেছেন। ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।

এছাড়া, মৌলভীবাজার জেলায় দু’জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি।

বন্যাদুর্গত এলাকায় সরকারি-বেসরকারি’সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x