রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনের সদস্যরা বঙ্গভবনে গেছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ নির্বাচন কমিশনার বঙ্গভবনে প্রবেশ করেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার জন্যই এ সাক্ষাৎ। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন-তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি।
ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন নির্বাচন কমিশনাররা।