1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বঙ্গভবনে ডাকা হয়েছে সমন্বয়কদের

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৬
Untitled 1 2408061242

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বঙ্গভবনে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বঙ্গভবন সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীনও রয়েছেন।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকেই একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x