ইউরো বাছাইপর্বের লড়াইয়ে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। আর গ্রিসের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে আতিথ্য দেয় ফ্রান্স। ম্যাচের ১৯তম মিনিটে শুয়ামেনির গোলে লিড নেয় লেস ব্লুস বিরতিতে যায় তারা। বিরতির পর স্কোর শিটে নাম তোলেন মার্কাস থুরাম। আর তাতেই আসরে টানা পঞ্চম জয় নিশ্চিত হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর চার ম্যাচে তৃতীয় পরাজয় নিয়ে গ্রুপের চার নম্বরে অবস্থান আইরিশদের।
গ্রুপের অপর ম্যাচের ১৭তম মিনিটেই লিড পায় অরেঞ্জ শিবির। দারুণ এক গোলে স্কোর শিটে নাম তোলেন মারটিন ডি রুন। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির লিভারপুল তারকা কোডি গাকপো। বিরতির আগে ব্যবধান ৩-০ করে ফেলেন উইঘোর্স্ট। ম্যাচের বাকি সময় গোল পরিশোধে ব্যর্থ হয় গ্রিস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। আর এই জয়ে গ্রিসকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাচরা।