ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের লাদাখ। রোববার (১৮ জুন) ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় লাদাখের ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় লেহ জেলায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
দেশটির জাতীয় ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এনসিএস এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, শনিবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যার গভীরতা ছিল ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) দেশটির রাজধানী দিল্লি ও জন্মু-কাশ্মিরের বেশকিছু স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। একই সময় কম্পন অনুভূত হয় পঞ্জাব, চণ্ডীগড় ও হরিয়ানার একাধিক এলাকায়ও।