1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

প্লেন দুর্ঘটনায় দক্ষিণী নায়িকার মৃত্যুর ২২ বছর পর দোষ পড়ল নায়কের

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৯
1741927108 1be12dd942188a3a06c39e0dc9b3db02

মাত্র ৩১ বছর বয়সে প্লেন দুর্ঘটনায় মারা যান দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। ২০০৪ সালের এপ্রিলের ওই দুর্ঘটনায় তার মৃত্যুতে শোকে বাক্‌রুদ্ধ হয়েছিল বলিউড ও দক্ষিণি বিনোদন-দুনিয়া। তবে তখন প্লেন দুর্ঘটনার পর পাওয়া যায়নি অভিনেত্রী সৌন্দর্যে মরদেহের অবশিষ্টাংশও। এমন মৃত্যুর ঘটনার ২২ বছর পার হয়ে যাওয়ার পর এবার নাম জড়াল এক দক্ষিণী অভিনেতার; যার নাম মোহনবাবু।

ভারতীয় গণমাধ্যমের খবর, মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন একজন সমাজকর্মী। তার অভিযোগ, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে এই অভিনেতার। সৌন্দর্যর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে।

২২ বছর আগের মৃত্যুরহস্য নিয়ে এবার তদন্ত হওয়া দরকার বলে মনে করেন সেই ব্যক্তি। অভিযোগনামায় তিনি আরও উল্লেখ করেন, মোহনবাবু তাকে হুমকি দিয়েছেন, তার প্রাণসংশয় রয়েছে। তাই তাকে যেন পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। অভিযোগনামায় আরও চাঞ্চল্যকর এক তথ্য উল্লেখ রয়েছে।

সেই সমাজকর্মীর দাবি, প্লেন দুর্ঘটনার আগে মোহনবাবু সৌন্দর্যকে তার জেলেপল্লীর ৬ একর জমির বিলাসবহুল গেস্ট হাউজ বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন, যা কিনা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই। অভিযোগ, অবৈধভাবে ওই জমি দখল করেন মোহনবাবু।

উল্লেখ্য, ১৯৯২ সালে কন্নড় ভাষার ‘রাজধি রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সৌন্দর্য। এরপর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালের ১৭ এপ্রিল ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। সেই সময়ই ভেঙে পড়ে প্লেন। এমনকী সেই সময় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x