এস এম মামুন, বরিশালঃ বরিশালের আগৈলঝাড়ায় গত মঙ্গলবার রাতে রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামের নিখিল মুন্সী এবং বাকাল ইউনিয়নের ফেনা বাড়ির কার্তিক গুপ্তের স্ত্রী জবা গুপ্তকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আগৈলঝাড়া উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদার তাদের আটক করেন।
আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদার বলেন, গত মঙ্গলবার রাতে পশ্চিম পয়সা গ্রামে আমার বাড়ির পাশে নিখিল মুন্সী ও তার স্ত্রীর সাথে চিৎকার চেঁচামেচি শুনে আমি এগিয়ে গেলে দেখতে পাই, নিখিল মুন্সী জবা গুপ্তকে নিয়ে পালিয়ে যাচ্ছিল এসময় নিখিল মুন্সির স্ত্রী তাদের আটকানোর চেষ্টা চালায়।
এ ঘটনায় আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদার উপস্থিত হয়ে তাদের আগৈলঝাড়া থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।