দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করছেন বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র দায়িত্ব পালনের সময়সীমা সোমবার (২৫ সেপ্টেম্বর) শেষ হয়েছে। ফলে শপথ গ্রহণের মধ্যদিয়ে প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানের নিয়োগ কার্যকর হবে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার ছয়াশী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং গণপরিষদের গৃহীত সংবিধানে স্বাক্ষর করেন।