ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ায় নতুন সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
বুধবার (৫ জুন) দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার এই পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। পদত্যাগপত্র দেয়ার সময় মোদিকে নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছেন দ্রৌপদী মুর্মু।
নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের জন্য আজ পদত্যাগপত্র জমা দেন মোদিসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।
এদিকে, ‘এনডিএ’ জোট সরকার গঠন করলে আগামী শনিবার (৮ জুন) সন্ধায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নাটকীয় কিছু না ঘটলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ।