1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
প্রধানমন্ত্রীর কাছে ক্রিকেটারদের জন্য আর্থিক বরাদ্দ চাইবেন কোয়াব সভাপতি - প্রিয় আলো

প্রধানমন্ত্রীর কাছে ক্রিকেটারদের জন্য আর্থিক বরাদ্দ চাইবেন কোয়াব সভাপতি

  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৪
image-224127-1684602830

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। লাল সবুজের প্রতিনিধিরা আন্তর্জাতিক অঙ্গণে অনেক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু অনেক দুঃসময়ের মাঝে সেভাবে কাউকে পাশে পান না ক্রিকেটাররা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক বরাদ্দ চাইবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

শনিবার (২০ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এজিএমে কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দূর্জয় এই কথা জানান। এজন্য ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ ও পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সহায়তা চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

দূর্জয় বলেন, ‘বোর্ড সভাপতির সঙ্গে আমার একবার আলাপ হয়েছে, এবার একটু আগাতেও চাই। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। বিশেষ করে ক্রিকেটের প্রতি উনার ভালোবাসা অনেক। আমাদের ক্রিকেটারদের প্রতিও ভালোবাসা অনেক। বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে প্রধানমন্ত্রী কিন্তু ট্রাস্ট ফান্ডে অনুদান বরাদ্দ দিয়ে থাকেন। আমরা যেসব প্রোগ্রাম করি, আমাদের রেকর্ডসে দেখেছেন কোভিডের সময় ত্রাণ বিতরণ করেছি। ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছি। এখানে অনেকেই আছেন আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন। যার কারণে কোয়াব এসব প্রোগ্রাম করতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘ভবিষ্যতে কোয়াব যেন আরও ভালোমতো এসব প্রোগ্রাম করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কোয়াবের জন্য আর্থিক বরাদ্দ চাইবো। উনি যদি ট্রাস্ট ফান্ড থেকে অনুদান দেন তাহলে খেলোয়াড়দের দুঃসময়ে সহযোগিতা অব্যাহত রাখতে পারব। কোয়াব যেন করতে পারে সেই আহ্বান থাকবে।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x