1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

প্রথমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫৬

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। ম্যাচের অন্তিম মুহূর্তে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় দু’দলকে।

এরপর দ্বিতীয়ার্ধেও ছিল একই অবস্থা। কোনোভাবেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে কিংবা ইতালির কেউই। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াতে যাচ্ছে অতিরিক্ত সময়ে।

তবে একেবারে অন্তিম মুহূর্তে দলকে সাফল্য এনে দেন রদ্রিগেজ। ম্যাচের ৮৬তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান রদ্রিগেজ।

বাকি সময়ে আর সমতায় ফিরতে না পারায় শেষমেশ ১-০ গোলের জয় নিয়েই প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় উরুগুয়ে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com