প্রিয় আলোতে ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত “ইবির ভিসি হতে তদবিরে ব্যস্ত বিতর্কিত আলীনুর: ক্যাম্পাসে উত্তেজনা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমান। তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।
তিনি আরো বলেন, আমি ইবি’র ভিসি হতে কখনো আগ্রহ প্রকাশ করিনি, এমনকি কাউকে আমার পক্ষে সুপারিশ করতেও বলিনি এবং কেউ আমার অজান্তে আমার পক্ষে সুপারিশ করার চেষ্টা করলে তাকে নিষেধ করি আমি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে ইচ্ছুক না।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য, ইবি ক্যাম্পাসের বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।