1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
প্যাসেঞ্জার ট্রাইলে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে ট্রেন - প্রিয় আলো

প্যাসেঞ্জার ট্রাইলে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে ট্রেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭
image-238759-1694062775

যাত্রী নিয়ে প্রথম ট্রাইলের জন্য পদ্মা সেতুর উদ্দেশে যাত্রা শুরু করলো ট্রেন। ট্রেনে রয়েছেন মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, প্রকৌশলী এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০.১৫ মিনিটে যাত্রী নিয়ে কমলাপুর রেলস্টেশন ত্যাগ করে ট্রেনটি। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে প্রথমবারের ছুটছে ট্রেন।

এরপর আগামি ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন।

পরীক্ষামূলক যাত্রার প্রথম এই ট্রেনটি লোকোমাস্টার হিসেবে এনামুল হক এবং সহকারী লোকোমাস্টার হিসেবে এম এ হোসেন ট্রেন চালাচ্ছেন। আর গার্ড হিসেবে ট্রেন পরিচালনা করছেন আনোয়ার হোসেন। পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে পর্যবেক্ষণ করছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

প্রকল্প পরিচালক জানান, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেল পথের কাজ পুরোপুরি শেষ। শুরুতে মাওয়া প্রান্তে মাওয়া স্টেশন, পদ্মা সেতু পার হওয়ার পর পদ্মা স্টেশন এবং ভাঙ্গা জংশন স্টেশন পর্যন্ত রেল চলাচল করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় হবে প্রায় ৩৯ হাজার কোটি টাকা।

২০২৪ সালের জুনে ফেস দুইয়ের কাজ শেষ হবে বলেও জানান প্রকল্প পরিচালক।

উল্লেখ্য, বুধবার (৬ সেপ্টেম্বর) ৭টি ইন্দোনেশিয়ান কোচ নিয়ে ৬৬ সিরিজের ডিজেল চালিত আমেরিকান ইঞ্জিন ট্রেনটিকে ঈশ্বরদী থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x