1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

‘পুষ্পা টু’ নিয়ে প্রেক্ষাগৃহে হুড়োহুড়ি: মায়ের মৃত্যু, গুরুতর আহত পুত্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫
Allu Arjun 2412050828

আল্লু অর্জুন-রাশমিকার ‘পুষ্পা টু’ সিনেমা দেখতে গিয়ে মারা গেছেন এক নারী। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে এ ঘটনা ঘটে।

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক। এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

প্রিয় তারকার সিনেমা দেখা নিয়ে ভারতীয় দর্শকদের হুড়োহুড়ি করার ইতিহাস নতুন নয়। আধুনিক সময়ে বিশ্বের অধিকাংশ সিনেমা হল যখন ফাঁকা থাকে, সেখানে ভারতে এমন মর্মান্তিক ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরেও জুনিয়র এনটিআরের ‘দেবারা’ সিনেমা দেখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের অপ্সরা থিয়েটারে মারা যান এক যুবক।

সুকুমার পরিচালিত আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছি এটি। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। কয়েক দিন আগে মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন যেমন নজর কাড়েন, তেমনি শ্রীবল্লি চরিত্রে রাশমিকাও প্রশংসা কুড়ায়। এরপর ‘পুষ্পা টু’ সিনেমার চর্চা আরো জোরালো হয়।

‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০-৫০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x