ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে আইনজীবী এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিয়োগ আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৭ আগস্ট আইন ও বিচার বিভাগ এহসানুল হক সমাজীকে পিপি নিয়োগ দিয়ে আদেশ জারি করে। এরপরই, বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সামবেশ করে। জানায়, নিয়োগ বাতিলের দাবি।
বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত। এক-এগারোর সময়ও পিপি হিসেবে এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়িত্ব পালন করেছেন।