বিনোদ
ন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। মিসকল সিনেমার শুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এই শক্তিমান অভিনেতার। চিকিৎসকের পরামর্শে এখন তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।
সাফি উদ্দিন সাফি পরিচালিত মিসকল সিনেমায় তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন মিশা। সম্প্রতি বিএফডিসির ১ নাম্বার ফ্লোরে শুটিং চলাকালে হঠাৎ পরে গিয়ে পায়ে ব্যাথা পান তিনি। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মিশা সওদাগর। এ পর্যন্ত ৮ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেন মিশা।
তারপর অমরসঙ্গী সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় এই অভিনেতাকে। কিন্তু দুটো সিনেমার কোনটিতে সফলতা না পেলে পরিচালক তাকে খল চরিত্রে অভিনয় করতে বলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে।