পাবনার সুজানগর উপজেলা সদরে পেট্রোলবাহী লরি গাড়ির চাপায় কামরুল ইসলাম ও আব্দুল মান্নান নামের দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত আটটার দিকে সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন কামরুল ইসলাম ও আব্দুল মান্নান। এসময় সুজানগরের বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি।
এ সময় বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। চাপা দেয় তাদের দুজনকে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের নিচ থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।