পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির সমাবেশে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। সোমবার দেরা ঈসমাইল খান শহরের ভুঁদো এলাকায় এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিজয় র্যালির একটি গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। গাড়িটির যাত্রীরা সাধারণ নির্বাচনে প্রাদেশিক অ্যাসেম্বলিতে বিজয়ী পিপিপি প্রার্থী আহমেদ করিম কুন্দিকে অভিনন্দন জানাতে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, গুলিতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলার খবর পেয়ে পুলিশসহ রেসকিউ ১১২২ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এদিকে পিপিপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্দি তার দলের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।