দখলকৃত পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি চার সেটেলার নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গুলিতে আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার অবৈধ এলি স্থাপনায় এই ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি অস্ত্রধারীরা একটি গ্যাস স্টেশনে প্রকাশ্যে গুলি চালায়। এ সময় ইসরায়েলি বেসামরিক অস্ত্রধারীরা তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন ফিলিস্তিনি অস্ত্রধারী নিহত হয়।
ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি শুরু করেছে। হেলিকপ্টার ব্যবহার করে তারা তল্লাশি করছে। চেকপোস্টও বসানো হয়েছে।