1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
পরীক্ষা দিতে ঢাকায় এসে প্রাণ গেল ২ বাসের চাপায় - প্রিয় আলো

পরীক্ষা দিতে ঢাকায় এসে প্রাণ গেল ২ বাসের চাপায়

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৪৯
1689323250.41

রাজধানীর কল্যাণপুরে ফুটওভার ব্রিজের নিচে দুই বাসের চাপায় মনিরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তি মারা গেছেন। এলজিইডিতে নিয়োগ পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় এসে বাইক যোগে কেন্দ্রে যাচ্ছিলেন তিনি।

শুক্রবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, সকালের দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় দুই বাসের চাপায় আহত হন মনিরুজ্জামান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে মারা যান তিনি।

তিনি আরও বলেন, নিহত মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। পরে বাইকযোগে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x