1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

পরিচালক পার্থ ঘোষের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৬
1749456107 fc532410bcbd7cef70b1eeaadf0f4707

ভারতীয় পরিচালক পার্থ ঘোষ মারা গেছেন। সোমবার সকালে মুম্বাইয়ের মাধ অলাকার বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।

১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ও ১৯৯৭ সালে ‘গুলাম এ মুস্তাফার’ মতো সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেত্রী জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন পার্থ। তাই তিনি মুম্বাইয়ের বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। তারপরই শুরু হয় বুকে অস্বস্তি। প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিচালকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী। দম্পতি নিঃসন্তান।

ঋতুপর্ণা বলেন, পার্থদা খুব শান্ত ও বিনয়ী মানুষ ছিলেন তিনি। একের পর এক সফল সিনেমা পরিচালনা করার পরও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। আদ্যন্ত মাটির মানুষ ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক সিনেমা পরিচালনা করেছিলেন পার্থ। তার ‘অগ্নিসাক্ষী’ সিনেমা বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। এ সিনেমায় অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, নানা পটেকর। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি এই সিনেমাকে হিন্দি চলচ্চিত্র জগতের তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ‘গুলাম এ মুস্তাফা’ সিনেমাও বিশেষ ভাবে আলোচিত। ওই সিনেমায় রবীনা টন্ডন, নানা পটেকর অভিনয় করেছিলেন। তার পরিচালিত ‘হান্ড্রেড ডেজ’ ছবিও গুরুত্বপূর্ণ।

সিনেমার পাশাপাশি হিন্দি ও বাংলা ছোট পর্দাতেও কাজ করেছেন পার্থ ঘোষ। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম পার্থ ঘোষের পরিচালনাতেই হিন্দি সিনেমা কাজ করেছেন, ‘তিসরা কৌন’ সেটি ১৯৯৪ সালে। সম্প্রতি তিনি ‘হান্ড্রেড ডেজ’ ও ‘ অগ্নিসাক্ষী’ সিনেমার সিকুয়েল নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com