বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রান উৎসব করেছে ভারত। শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুলের সেঞ্চুরি এবং তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে ৪১০ রান তুলেছে রোহিত শর্মার দল। যেটি চলতি আসরে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান।
রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ব্যাট করতে শুরুতেই আগ্রাসী খেলতে থাকেন ভারতের ব্যাটাররা। দুই ওপেনার রোহিত ও গিল তুলে নেন অর্ধমতক। তিনে নামা কোহলিও পান ফিফটির দেখা। পরে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে রান পাহাড় গড়ে ভারত।
নির্ধারিত ৫০ ওভারে ভারতের ইনিংস থামে ৪ উইকেটে ৪১০ রানে। ১২৮ রানে অপরাজিত থাকেন আইয়ার আর রাহুল ফেরেন ১০২ রানে।