খালেদা জিয়াকে নির্বাহী আদেশে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলেও আইনের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।
রবিবার (১ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না।
আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে মতামত দিয়েছেন, সেটা হলো আইনের অবস্থান এবং আমি মনে করি, এটাই সঠিক।
এর আগে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আবার জেলে যেতে হবে এবং আদালতে আবেদন করতে হবে।