যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে তিনি ঢাকা সফরে এসেছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে মিরা রেজনিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে।
এর আগে রবিবার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।