1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য নিহত - প্রিয় আলো

নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৭১
Image 225079

সাতক্ষীরার শ্যামনগরের কর্মস্থলে এক বিজিবি সদস্য নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পের ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বিজিবি সদস্যের নাম মোহাম্মদ পারভেজ আলম (৩০)। তিনি ল্যান্স নায়েক ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, গুরুতর আহত অবস্থায় বিজিবি সদস্যরা পারভেজ আলমকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, ‘দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ আলী ও ডা. তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলি লেগে পারভেজ আলমের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x