নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম বলেন, ইসরাফিল প্রধানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া সহিংসতায় তার সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। তবে এখনও তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি আরও বলেন, ইসরাফিলকে সম্প্রতি সংঘটিত নাশকতা-সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে।
ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। এখন আবার তিনি ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন।