1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিসিবির

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১০৪
Image 227299 1686584342

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল এখন বিশ্বমানের। তবে বাংলাদেশ দলের পুরুষ ক্রিকেটাররা যে পারিশ্রমিক পান, সে তুলনায় নারী ক্রিকেটারদের বেতন অনেক কম। যা নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশ্যে এসেছিল। এবার সে বৈষম্যের ফারাক কিছুটা হলেও ঘুচানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যলয়ে বিসিবির অষ্টমতম বোর্ড মিটিং এ নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন নারী ক্রিকেট দলের মোট ২৬ জন ক্রিকেটার। নতুন বেতন কাঠামোয় আগে যেসব নারী ক্রিকেটার ৮০ হাজার টাকা পেতেন, এখন বেতন বাড়ানোয় সর্বোচ্চ ১ লাখ টাকা পাবেন তারা। এছাড়া যাদের বেতন ৩৫ হাজার টাকা ছিল, তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

এদিকে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। মূলত জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় ‘এ’ দল। এবার তাদের ফ্যাসিলিটি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে বিসিবি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x