1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
নাটকীয় পেনাল্টিতে শেষ আটে চেলসি, ডর্টমুন্ডের বিদায় - প্রিয় আলো

নাটকীয় পেনাল্টিতে শেষ আটে চেলসি, ডর্টমুন্ডের বিদায়

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৪
unnamed

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়নি চেলসিকে। ঘরের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে গ্রাহাম পটারের দল।

রাহিম স্টার্লিংয়ের গোলের পর কাই হ্যাভার্টজের নাটকীয় পেনাল্টিতে ডর্টমুন্ডকে পেছনে ফেলে চেলসি পৌছে গেলো শেষ আটে।

প্রথম থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। ম্যাচের ১৭তম মিনিটে মার্কো রিউসের ফ্রি-কিক থেকে দারুণ সেইভে দলকে রক্ষা করেন কেপা আরিজাবালাগা। ম্যাচের ৪৩তম মিনিটে রাহিম স্টার্লিং ভাঙেন ডেডলক। প্রথমার্ধের শেষ সময়টায় সমতা আনার জন্য মরিয়া হয়ে খেলেও গোল পায়নি ডর্টমুন্ড।

দুই লেগ মিলিয়ে ১-১ গোলের সমতা থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল দুই দল। বেন চিলওয়েলের শট ডি বক্সের ভেতর মারিয়াস উলফের হাতে লাগলে পেনাল্টি পায় চেলসি। শট নিয়ে নিতে গিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করতে পারলেও হ্যাভার্টজ বল মারেন পোস্টে। কিন্তু তিনি শট নেয়ার আগে ডর্টমুন্ড খেলোয়াড় বক্সে ঢুকে পড়ায় আবারও পেনাল্টি নেয়ার সুযোগ পায় চেলসি। এবারও গোলরক্ষককে আগের বারের মতো বিভ্রান্ত করে উল্টো দিকে পাঠান হ্যাভার্টজ। তবে এবার আর পোস্টে লাগেনি বল, জড়িয়েছে জালে।

এর ফলে চেলসি জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের সঙ্গী বেনফিকা।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x