নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের রায়পুরার খাকচক এলাকায় ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, সবগুলো মরদেহই পুরুষের। তাদের পরিচয় পাওয়া যায়নি। আলামত সংগ্রহ করা হচ্ছে। মরদেহের সুরতাহালের পর আরও তথ্য পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে তুর্ণা নিশিতা এক্সপ্রেসে কাটা পড়ে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে।