1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

নরসিংদীতে চেয়ারম্যানের বাড়িতে হামলা-গুলি, নারী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫
20250207 200743584

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদের বাড়িতে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিয়াজের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম (২২) নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। চেয়ারম্যান নিয়াজ মোর্শেদের প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের মোর্শেদ খানের চাচাতো ভাই শাকিলের স্ত্রী।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদের সাথে সোহেলের বিরোধ ছিল। আজ দুপুরে সোহেলের লোকজন চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যানকে না পেয়ে তাদের পরিবারের ওপর গুলিবর্ষণ করে তারা। এতে শান্তা ইসলাম গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x