1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

দলের স্বার্থে ওপেনিং পজিশন ছাড়লেন রোহিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪
Img 20241205 194505

বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না রোহিত শর্মা। তার পরিবর্তে জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জয় এনে দিতে সাহায্য করেন এই ডানহাতি ব্যাটার। তাই রোহিত দলে ফিরলেও অ্যাডিলেড টেস্টে ওপেন করবে রাহুলই।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোহিত বলেন, ‘অ্যাডিলেডে রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারে কোথাও খেলব।’ তবে মিডল অর্ডারে খেলাটা তার পক্ষে চ্যালেঞ্জ বলে মানছেন ভারতীয় এই অধিনায়ক। কিন্তু এক্ষেত্রে দলের স্বার্থ প্রাধান্য পাচ্ছে তার কাছে।

পার্থ টেস্টে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ২৯৫ রানের অবিস্মরণীয় জয় পেয়েছিল ভারত। যশস্বী জয়সওয়ালের সঙ্গে উদ্বোধনীতে ব্যাট করেন রাহুল এবং দ্বিতীয় ইনিংসে দুজন মিলে ২০১ রানের জুটি গড়েন। তাদের এই ইনিংসই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছিল।

এ বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন, প্রথম টেস্টে রাহুল যেভাবে জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছে, সেটা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া ভারতের বাইরে রাহুল এতদিন যেভাবে ব্যাট করে এসেছে তাতে ওরই এটা প্রাপ্য। আমি মিডল অর্ডারে ব্যাট করব। আমার জন্য ব্যক্তিগতভাবে মিডল অর্ডারে খেলা সহজ হবে না। কিন্তু দলের স্বার্থে এমন সিদ্ধান্ত।

উল্লেখ্য, আগামীকাল দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x