নির্বাচন কমিশনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সাথে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের অচলাবস্থার দায়ভার সরকার ও কমিশনকেই নিতে হবে।
বুধবার (১৫ নভেম্বর) অনলাইনে দেয়া বক্তব্যে রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের সমাধান না করেই তফসিল ঘোষণা দেশকে সংঘাত আর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
রিজভী বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তা বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এবং দেশে অবাধ ও সুষ্ঠুৃ নির্বাচন হবে, তা বিশ্বাস করা যায় না।
তিনি বলেন, একতরফা এ তফসিলের ফলে অচলাবস্থা এবং জনগণের কোনো ক্ষতি হলে তার দায় তথাকথিত এই কমিশন ও ‘অবৈধ’ সরকারকেই নিতে হবে।