1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

তথাকথিত হিজরা সালমানকে ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৯
Img 20240409 Wa0001

রাসেল হাওলাদার, ঢাকা: বিমানবন্দর এলাকায় বর্তমান সময়ে পুরুষ থেকে হিজরতের রূপান্তরিত হয়ে কিছু অসাধু ব্যক্তি প্রতিনিয়ত বিদেশি পর্যটক ও দেশীয় রেমিটেন্স যোদ্ধাদের উতক্ত করে আসছে। এদেরকে প্রতিহত করা যেন সময়ের দাবি হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৮ই এপ্রিল

 

বিশেষ অভিযান পরিচালনা করিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্তর পদ্মা ওয়েল গেট থে‌কে চাঁদাবাজ ও গনউপদ্রবকারী পুরুষ থেকে রুপান্তরিত হিজড়া সালমানকে গ্রেফতার করা হয়। সে নিজেকে সাবুর শীষ্য বলে দাবি করে । দীর্ঘদিন সাবু ও সালমান বিদেশি পর্যটক, সাধারণ জনগণ, বি‌দেশগামী ও ফেরত যাত্রী‌দের নিকট অ‌শ্লিল অঙ্গ ভঙ্গি ক‌রিয়া জোর পূর্বক টাকা আদায় ক‌রে আসছিলো। টাকা না দি‌লে তারা যাত্রী‌দের আত্মীয় স্বজ‌নের সম্মুখে অ‌শ্লিল কথাবর্তাসহ খারাপ আচরণ করতো।

 

প্রকৃতপক্ষে তারা হিজড়া না। হিজড়ার ভাব ভঙ্গি ধরে। এরা হলো পুরুষরুপি হিজড়া। বিষয়টি নিয়ে বিমানবন্দর ফাঁড়ির শফিক সাহেবের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে আদালতে পাঠিয়েছেন বিমানবন্দর ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x