1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

ঢাকা ওয়াসার ১১ রাজস্ব পরিদর্শককে বদলি

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫
Wasa 20250207 203441224

কর্তৃপক্ষের যথাযথ কাজের স্বার্থের কথা উল্লেখ করে নিজেদের ১১ জন রাজস্ব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্য জোনে বদলি করেছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সম্প্রতি একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাদের যোগদান করতে হবে অন্যথায় তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

জানা গেছে, ১১ জন রাজস্ব পরিদর্শকের মধ্যে রাজস্ব জোন-৫ থেকে রাজস্ব জোন-৩ এ বদলি করা হয়েছে রাজস্ব পরিদর্শক তাজাম্মল হক মোল্লাকে। একইভাবে রাজস্ব জোন-৮ থেকে বদলি করে রাজস্ব জোন-৯ এ দেওয়া হয়েছে খন্দকার মো. জাকির আকরবকে, রাজস্ব জোন-২ থেকে বদলি করে রাজস্ব জোন-১ এ দেওয়া হয়েছে আশকার ইবনে শায়েখকে, রাজস্ব জোন-১ বদলি করা হয়েছে আখতারুজ্জামান মোড়লকে।

রাজস্ব জোন-৭ থেকে বদলি করে রাজস্ব জোন-৩ এ দেওয়া হয়েছে দেলোয়ার হোসেনকে, রাজস্ব জোন-৪ থেকে বদলি করে রাজস্ব জোন-৭ এ দেওয়া হয়েছে আজিজুর রহমান মন্ডলকে, রাজস্ব জোন -৮ থেকে বদলি করে রাজস্ব জোন-৫ এ দেওয়া হয়েছে শাহ আলমকে, রাজস্ব জোন-৫ এ বদলি করা হয়েছে আব্দুল সালাম খানকে।

এ ছাড়া রাজস্ব জোন-৬ থেকে বদলি করে রাজস্ব জোন-৭ এ দেওয়া হয়েছে আব্দুল হাকিমকে এবং রাজস্ব জোন-১০ থেকে বদলি করে রাজস্ব জোন-১ এ দেওয়া হয়েছে রবিউল আলমকে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x