শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট। এতে পারফর্ম করতে ঢাকায়ও পৌঁছেছে পাকিস্তানি ব্যান্ড জাল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করলো আয়োজক প্রতিষ্ঠান।
আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বৃষ্টির কারণে শিল্পী, দর্শকসহ সবার নিরাপত্তার কথা ভেবেই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধারীর এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।
জাল ছাড়াও এ কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার তিন ব্যান্ডের। তারা হলো— ‘অর্থহীন’, ‘ভাইকিংস’ ও ‘কনক্লুশন’।
‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট যৌথভাবে আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।