দীর্ঘদিন পর চলতি সপ্তাহে মাঠে নেমেছেন টাইগার অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারত সফরের টেস্ট সিরিজের পর খেলা থেকে কার্যত বাইরেই ছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ। ফিরলেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-১০ লিগ দিয়ে। তবে টানা দুই ম্যাচেই জয়হীন তার দল বাংলা টাইগার্স।
শনিবার (২৩ নভেম্বর) শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয় বাংলা টাইগার্স। টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিব বাহিনী। তবে শেষ ১২ বলে ১৯ রানে ইনিংস খেলে দলকে ৬৬ রানের পুঁজি এনে দেন অধিনায়ক সাকিব।
দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে চেপে ধরার বিপরীতে দলকে হারের দিয়ে এগিয়ে দেন বাংলা টাইগার্সের পেসার জস লিটিল। ওয়াইড আর নো বলের মহড়া চালান তিনি। দ্বিতীয় ওভারে ইমরান খানের বলে লুইস আউট হন।
ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম তিন বলে দুই উইকেট তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলা টাইগার্স। ২৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে নিউ ইয়র্ক।
উল্লেখ্য, আসরে নিজেদের প্রথম ম্যাচে স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হারে বাংলা টাইগার্স।