1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

টানা তৃতীয়বার সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো

  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২২
Cristianoronaldo

কয়েক মাস আগেই ৪১ বছরে পা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে আসার আগেই অনেক ক্রীড়াবিদ অবসর নিয়ে নেন। তবে এখনও মাঠে বেশ দুর্দান্ত সিআরসেভেন। করছেন একের পর একে রেকর্ড।

মাঠের পাশাপাশি মাঠের বাইরেও গড়ছেন রেকর্ড। এবার আরও একটি অর্জন নিজের ঝুলিতে যোগ করেছেন রোনালদো। ফোর্বসের হিসাবে এবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা ক্রীড়াবিদ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এই নিয়ে আয়ে টানা তৃতীয়বার সবার ওপরে রোনালদো।

বছরে তার আয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা বাস্কেটবল তারকা স্টেফেন কারির চেয়ে প্রায় দ্বিগুন বেশি অর্থ আয় করেছেন সিআর সেভেন। তবে আয় কমেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির, তিনি নেমে গেছেন তালিকার ৫ নম্বরে। যদিও শীর্ষ আয়কারী ক্রীড়াবিদের তালিকার শীর্ষ দশে নেই কোন ক্রিকেটার।

রোনালদোর বার্ষিক আয় ২৭৫ মিলিয়ন ডলার বা ৩ হাজার ৩৪৩ কোটি টাকা। গত বছরের তুলনায় যে বেড়েছে ১৫ মিলিয়ন ডলার বা ১৮২ কোটি ৩৭ লাখ।

মোট আয়ের রেকর্ডে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার ফ্লয়েড মেওয়েদার ছাড়িয়ে গেছেন সিআরসেভেন। আর এই আয়ের বড় অংশ এসেছে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলার কারণে। পাশাপাশি লাভজনক বিভিন্ন কার্যক্রম, স্পন্সর ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বড় অংকের অর্থযোগ হয়েছে এই পর্তুগি জের ব্যাংক অ্যাকাউন্টে।

মার্চে ৪,০০০ ক্যারিয়ার থ্রি-পয়েন্টারে পৌঁছানো প্রথম এনবিএ খেলোয়াড় গার্ড কারি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার বার্ষিক আয় ১৫৬ মিলিয়ন ডলার বা ১ হাজার ৯’শ কোটি টাকা।

শীর্ষ আয়কারী অ্যাথলেটের তালিকায় তৃতীয় স্থানে আছে ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি। ডিসেম্বরে ইউক্রেনের ওলেক্সান্ডার উসিকের কাছে বিশ্ব হেভিওয়েট শিরোপা হারানো সত্ত্বেও ১৪৬ মিলিয়ন ডলার আয় করেন তিনি।

সাবেক লা লিগা প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তালিকার তিন নম্বর থেকে নেমে গেছেন পাঁচ নম্বরে। তার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার বা ১ হাজার ৬৫০ কোটি।

ফোর্বস তালিকার শীর্ষ দশের বাকি জায়গাগুলোতে বেসবল খেলোয়াড়দের আধিপত্য থাকলেও চমক দেখিয়েছে সাবেক ফরাসি তারকা কারিম বেনজেমা। তার বার্ষিক আয় ১০৪ মিলিয়ন ডলার বা ১ হাজার ২৬৪ কোটি টাকা। রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ বেনজেমা বর্তমানে খেলছেন সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com