1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

জোড়া গোলের লিড নিয়েও জিততে পারলো না রিয়াল

  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৭০
Real Madrid 1

স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমের ৩৭ তম ম্যাচডে তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোলের লিড নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ভিয়ারিয়ালের পক্ষে একাই চার গোল করার কীর্তি গড়েন নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার সরলোথ।

রোববার (১৯ মে) রাতে নিজেদের মাঠে মড্রিচ-রুডিগারদের আতিথ্য দেয় ভিয়ারিয়াল। শুরু থেকেই দাপট দেখাতে থাকে লা লিগা চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৪ মিনিটে আর্দা গুলের গোলে এগিয়ে যায় দলটি। ৩০ মিনিটে রিয়ালকে আরো এক ধাপ এগিয়ে দেন হোসেলু। জোড়া গোলের লিড পায় মাদ্রিদ। কিছুক্ষণ পরই এক গোল শোধ করলেও হাফ টাইমের আগেই আরও দুই গোল হজম করে স্বাগতিকরা। লড়াই জমার আগেই একটি গোল আসে ভাসকেসের পা থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিলারিয়ালের জালে বল গড়ান গুল। ৪-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।

তবে বিরতির পর ম্যাচের গল্পটা হয়ে যায় একপেশে। দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ভিয়ারিয়াল। বিরতির পর সরলোথের আট মিনিটের ঝড়ে উড়ে যায় লস ব্লাঙ্কোসরা। মাত্র ৮ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচটি।

উল্লেখ্য, ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচডে’র আগে পয়েন্ট টেবিলের যে সমীকরণ তাতে ইউরোপিয়ান আসরগুলোতে কারা অংশ নেবে লা লিগা থেকে, তা অনেকটা নিশ্চিত। লা লিগার শীর্ষ চার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে থাকে। পঞ্চম স্থানের দলটি ইউরোপা লিগের গ্রুপ স্টেজে জায়গা পাবার সাথে টেবিলের ষষ্ঠ দল খেলতে পারে কনফারেন্স লিগের কোয়ালিফায়ার রাউন্ডে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x