সম্প্রতি কে বা কারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নাম ব্যবহার করে ফেসবুকে জিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা করে বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছে। যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টাইমলাইনে।
আর এ বিষয়টি দ্রুতই নজরে আসে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুর্দিনের কাণ্ডারি খ্যাত আমিনুল হকের। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তিনি তাঁর ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক বার্তা দেন। এতে তিনি জানান, “জিয়া স্পোর্টিং ক্লাব” নামের এই প্রতিষ্ঠানের সাথে তিনি কোন ভাবেই যুক্ত নন। এতে তিনি আরও জানান, এমন প্রচারণা তাঁর আদর্শ পরিপন্থি ও অনৈতিক।
পাশাপাশি এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।