1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

জিম্বাবুয়েকে কাঁদিয়ে মূলপর্বে আফগানিস্তান

  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ২৫৬
Afgan1457788352

উইকেট প্রাপ্তির আনন্দে শামিল আফগানরা

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ছিল আফগানিস্তান, জিম্বাবুয়ে, হংকং ও স্কটল্যান্ড।

 

সবাই ধরেই নিয়েছিল এই গ্রুপ থেকে জিম্বাবুয়ে সুপার টেন তথা মূলপর্বে যাবে। স্কটল্যান্ড ও হংকংকে হারিয়ে সেই আভাসই দিয়েছিল স্প্রিং বক খ্যাত জিম্বাবুইয়ানরা।

 

তবে তাদের পাশাপাশি আফগানিস্তান স্কটল্যান্ড ও হংকংকে হারিয়ে মূলপর্বে যাওয়ার দাবিদার হয়ে ওঠে।

 

ফলে শনিবারের আফগানিস্তান-জিম্বাবুয়ের ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। সমীকরণ দাঁড়ায় যে জিততে সেই যাবে মূলপর্বে।

 

এই লড়াইয়ে অবশ্য আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি জিম্বাবুয়ে। শনিবার আফ্রিকান দলটিকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নিয়েছে আফগানিস্তান। মূলপর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার গ্রুপে খেলবে।

 

শনিবার নাগপুরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ শাহজাদের ৪০, সলিমুল্লাহ সেনওয়ারির ৪৩ ও মোহাম্মদ নবীর৫২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করে আফগানিস্তান।

 

এই রান তাড়া করতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে শনিবার একটিবারের জন্যও তারা জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলতে পারেনি। ফলে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি হ্যামিল্টন মাসাকাদজা বাহিনী।

 

ব্যাট হাতে জিম্বাবুয়ের অলরাউন্ডার তিনাশে পানিয়াঙ্গারা সর্বোচ্চ ১৭ রান করেন। বল হাতে আফগানিস্তানের রশিদ খান ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন হামিদ হাসান।

 

ম্যাচসেরা নির্বাচিত হন ৩২ বলে ৫২ রান করা মোহাম্মদ নবী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com